সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের আইডি কার্ড বিতারণ

News News

Admin

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
মোঃ হাফিজ বুরো চিফ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতারণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুজিবুর রহমান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। তিনি বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। প্রতিটি শ্রমিক যেন জীবনের ঝুঁকি ছাড়াই কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মো ফারুকুজ্জামান (ফারুক) শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতারণ করেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম,মো. শামছুর রহমান,মো. মনিরুল গাজী,মো.শাহাদাৎ হোসেন,মো.হযরত আলী,সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলী, সহ- সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস সাহাজী,মো. আবুল হোসেন,মো. আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ,কোষাধক্ষ্য আদ্বুস সালাম,দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম,প্রচার সম্পাদ মো. হাসানুরজামান,মহিলা সম্পাদিকা ফজিলা খাতুন,দর কষাকষি সম্পাদক মো. হাবিবুল্লাহ, ত্রাণ ও দুর্যোগ বিযায়ক সম্পাদক মো. মফিজুল ইসলাম, ক্রীয়া সাংস্কৃতিক সম্পাদক মো. আশিক,সমাজকল্যাণ সম্পাদক মো.এনামুল হোসেন,কার্যকরী সদস্য মো.জাহাঙ্গীর হোসেন,মো.মোসলেম হোসেন,মো. আব্দুল্লাহ গাজী,মো.শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ্যামল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা ইয়াসিন আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. কিসমতল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খাঁন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আফছার আলী, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা তাঁতী দলের সাবেক আহবায়ক জিয়াউর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলিম বাবু, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আরিজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লা আল মামুন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আফজাল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েল মোড়ল, ছাত্রনেতা হুজাইফা মোড়ল প্রমুখ।
আলোচনা ও সচেতনতামূলক সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেন।