খুলনা
দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে সারাদেশের ন্যায় খুলনার দিঘলিয়াতেও আজ শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রি:) যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয় সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমবায় অফিসার এবং অন্যান্য সকল অফিসার ও সুধী জনেরা সম্মিলিতভাবে পতাকা উত্তোলন করেন । পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি, বিদ্যালয় ও স্থানীয় সংগঠনগুলোর অংশগ্রহণে এক বর্ণাঢ্য সমবায় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে দিঘলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভা। পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে পরম করুণাময়ের কাছে দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর উপজেলা সমবায় অফিসার তাঁর স্বাগত বক্তব্যে সমবায় আন্দোলনের ঐতিহ্য, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং সমাজে সাম্য প্রতিষ্ঠায় সমবায়ের অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পরবর্তীতে কয়েকজন সমবায়ী প্রতিনিধি মাঠ পর্যায়ে তাঁদের কাজের অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যেক গ্রাম ও মহল্লায় সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন সম্ভব। সকলকে সততা, দায়িত্ববোধ ও ঐক্য নিয়ে কাজ করতে হবে— তবেই আমাদের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা সম্ভব।” সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “সমবায় মানে একতা, সহযোগিতা ও ন্যায়ভিত্তিক সমাজগঠন। এই চেতনাকে ধারণ করে সবাই মিলে এগিয়ে যেতে হবে।”
তিনি আরো বলেন, "বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় আন্দোলন একটি ঐতিহ্যবাহী শক্তি হিসেবে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। তাই এই কার্যক্রমকে আন্তরিকভাবে সচল রাখা একান্তই কাম্য।"
পরিশেষে তিনি দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
|
|