
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বুধবার (২৯ অক্টোবর) ফকিরহাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক দাপ্তরিক নথিপত্র, সেবা প্রদান কার্যক্রম ও নাগরিক সেবার মান নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক বলেন, “জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রত্যেক দপ্তরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রশাসনের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ।”এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জনাব সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী , উপজেলা শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা।জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং যেসব স্থানে উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসক বাগেরহাট মহোদয়ের উপস্থিতিতে, ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু নিরসনে ফগার মেশিন এবং দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও ফকিরহাট উপজেলার ব্রাকের কর্মসূচি অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।দিনব্যাপী এ ভিজিট শেষে তিনি ফকিরহাট উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
|
|