খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় এড. শাহজাহান মিয়ার অংশগ্রহণ

News News

Admin

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
 চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সালামত খান বাড়ির সুলতান খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সাবেক চেয়ারম্যান সালামত খানের বাড়িতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খান (মন্টু), ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আখতার হোসেন বকাউ, আমেরিকান প্রবাসী আনোয়ার খান, সাংবাদিক ও শিক্ষক আব্দুল গনি, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের কাজী, মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া, মোঃ শাহ আলম পাটওয়ারীসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুর রহমান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।