বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন ভালুকার  ফকর উদ্দিন আহমেদ বাচ্চু

News News

Admin

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যসহ দলের সব স্তরের পদে পুনর্বহাল করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। বাচ্চু বিষয়টি নিয়ে কেন্দ্রে আবেদন করেন। আবেদন পুনর্মূল্যায়নের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ভালুকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা জানান, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কাজে পুনরায় গতি সঞ্চার হবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের ধন্যবাদ জানান। তিনি আরও জানান, ভালুকার মানুষের ভালোবাসা তাকে দায়িত্ব পালন ও দলের প্রতি আরও নিবেদিত হতে উৎসাহিত করেছে। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকার প্রতিটি মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাচ্চুর ফিরে আসায় ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে।