গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

News News

Admin

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
রাজশাহী  প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী থানার কুঠিপাড়া গ্রামে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধার হতে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে দুইজন মাদককারবারিকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের ছেলে  গোলাম মোস্তফা(৪৬) ও একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ(৪০)।গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধার হতে সকাল ১১:৩০ টায় দুইজন মাদককারবারিকে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ গোলাম মোস্তফা(৪৬) ও ২। আব্দুর রশিদ(৪০)। মোঃ গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ একই জেলার একই থানার একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের পুত্র । ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১১:১০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামস্থ কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১১:২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সকাল ১১:৩০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।