
বিস্তারিত দেখুন মোঃ কামরুজ্জামান সরকার বাবুর প্রতিবেদনে
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইউএনও রাকিবুল ইসলাম ২৮ অক্টোবর কাঁকড়া ট্রাক্টরের চাকার নিচে পড়ে নিহত স্কুল ছাত্র হাবিবুর রহমানের গোপিনাতপুরের বাড়িতে যান এবং তার বাবা-মার সাথে দেখা করে সমবেদনা জানান। এছাড়াও তিনি নিতপুর কপালীর মোড় জানযটমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় তিনি উপজেলা মেইন রাস্তার মোড় গুলি যানজটমুক্ত রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।