
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন গ্রামে, বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ডের নাজিরপুর, কোচিয়া পাড়া ও বিয়ানাবোনা ,এলাকায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই (টুনু), ইউনিয়নের সাবেক সেক্রেটারি আক্কাস মেম্বার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি আসারুল হক, বাদল সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়। জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্য এক বক্তা বলেন,প্রত্যেক গ্রামে গ্রামে এখন পরিবর্তনের সুর। ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক। এ সময় মেজর জেনারেল অব. শরীফ উদ্দিন স্যারের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তিনি বলেন,
গোদাগাড়ীর মানুষের মধ্যে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এইবার ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে প্রস্তুত।” সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা চা-চক্র ও মতবিনিময়ে অংশ নেন। দিনব্যাপী প্রচারণায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।