রাজশাহীর কেশরহাটে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে স্থাপনা, যানজটে নাকাল সাধারণ মানুষ

News News

Admin

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ  
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে একের পর এক গড়ে উঠছে অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক ভবন। মহাসড়কের জায়গা দখল করে নির্মিত এসব স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ—রাস্তার জায়গা সংকুচিত হয়ে পড়েছে, অথচ প্রশাসনের কোনো তদারকি নেই। কেশরহাট পৌরসভার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত মহাসড়কের পাশে অন্তত ৪০টির বেশি দোকান, গ্যারেজ ও বহুতল বিল্ডিং গড়ে উঠেছে বলে জানা গেছে। এসব স্থাপনার অনেকগুলো সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গার ওপর নির্মিত। ফলে মহাসড়কের দুই পাশে ভারী যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “রাস্তার জায়গা দখল করে বিল্ডিং বানানো এখন এখানে যেন স্বাভাবিক বিষয়। প্রশাসনের কেউ দেখছে না, ফলে আমরা প্রতিদিন যানজটে পড়ে ভুগছি।” একজন পরিবহন শ্রমিকের অভিযোগ, “আগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে সমস্যা হতো না। এখন দোকান আর বিল্ডিং এমনভাবে উঠেছে যে বড় গাড়ি ঢুকলেই রাস্তা আটকে যায়।” এই বিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন বলেন,
“মহাসড়কের জায়গা দখল করে কেউ স্থাপনা গড়ে তুললে তা অবশ্যই অবৈধ। আমরা বিষয়টি নজরে এনেছি, দ্রুতই সড়ক ও জনপথ বিভাগকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে। পৌরসভা অবৈধ দখলদারদের কোনো ছাড় দেবে না।” রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা ইতোমধ্যে অবৈধ স্থাপনার তালিকা তৈরি করেছি। প্রশাসনের অনুমতি পেলে যেকোনো সময় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।”
উল্লেখ্য, কেশরহাট পৌরসভা ২০০২ সালের ২২শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং মোহনপুর উপজেলার অন্তর্ভুক্ত একটি ‘খ’ শ্রেণির পৌরসভা। এটি রাজশাহী জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দ্রুত বিকশিত হলেও নগর পরিকল্পনার অভাব এবং দখলবাজদের দৌরাত্ম্যে শহরের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন, মহাসড়ক দখলমুক্ত রাখতে জরুরি উদ্যোগ না নিলে কেশরহাটে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।