চাঁদপুরে গনফোরামের প্রতীক সূর্য  মার্কার ভোট চেয়ে গনসংযোগ করেন এ্যাড সেলিম আকবর

News News

Admin

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
মুহাম্মদ বাদশা ভূইয়া
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরেও গন ফোরামের প্রতীক সূর্য মার্কার ভোট চেয়ে চাঁদপুর পুরান বাজার লোহারপুল, জাফরাবাদ, দোকানঘর, রামদাসদী সড়ক, বহরিয়া স্লুইচ গেইট, বহরিয়া বাজার, লক্ষ্মীপুর বাজার, হানারচর ইউনিয়ন এর হরনিা চৌরাস্তা,হরিনা বাজার, ফেরীঘাট, নন্দীগো দোকান, বকশিল্লা পুল, আখন ঘাট শেষে চান্দ্রা বাজার চান্দ্রা চৌরাস্তা, বাংলা বাজার সহ বেশ কয়েকটি স্থান সূর্য মার্কার ভোট চেয়ে থেকে ব্যাপক গন সংযোগ করেন। এসময় শুক্রবার সকাল ৮ টা হতে দিন ব্যাপী সূর্য (☀) মার্কার ভোট চেয়ে গন সংযোগে নেতৃত্ব দেন  গনফোরাম চাঁদপুর জেলার সভাপতি এ্যাডঃ মোঃ সেলিম আকবর। এসময় সফর সঙ্গী হয়ে গন সংযোগে সাধারন জনগনের কাছ থেকে ভোট চেয়ে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, সহ সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম,সদর থানা গন ফোরামের সভাপতি মির্জা রহুল আমিন, জেলা যুব গন ফোরামের সাধারন সম্পাদক মমিনুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মামুন গাজী,শহর গন ফোরামের সভাপতি মোঃআবু সুফিয়ান,প্রচার সম্পাদক মিন্টু গাজী, জেলা মহিলা গন ফোরামের সাধারন সম্পাদক শিল্পী বেগম, সদস্য রত্না বেগম সহ প্রমুখ।