
মানিকগঞ্জ
“সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাতীয় দৈনিক আমার বার্তা সংবাদদাতা মোঃ শাহ আলম ও প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য দৌলতপুর উপজেলা দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা মো: আমিনুল ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সালমান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মো: আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্য মোঃ মাসউদুর রহমান, আমিনুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মো: শাহ আলম ও আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা আরো বলেন, তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোঃ শাহ আলম ও আমিনুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে সারাদেশব্যাপী আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।