মানিকগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

News News

Admin

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
মানিকগঞ্জ
“সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাতীয় দৈনিক আমার বার্তা সংবাদদাতা মোঃ শাহ আলম ও প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য দৌলতপুর উপজেলা দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা মো: আমিনুল ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সালমান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য মো: আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্য মোঃ মাসউদুর রহমান, আমিনুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মো: শাহ আলম ও আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা আরো বলেন, তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোঃ শাহ আলম ও আমিনুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে সারাদেশব্যাপী আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।