চাঁদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি — ঐক্যের বার্তা দিলেন নেতারা

মোঃ সুমন বেপারী
চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন র্যালিতে। র্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির যে সংগ্রাম, সেই কাঙ্ক্ষিত নির্বাচন এখন দ্বারপ্রান্তে। তাঁর বক্তব্যে তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন— ভিতরগত বিরোধ ভুলে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগ বা অপরাধের রেকর্ড রয়েছে, তাঁদের জনগণের কাছে ভোট চাইতে নিষেধ করা হয়েছে। শেখ মানিক আরও বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রতীকেই ভোট চাইবে।
তিনি বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তরুণদের প্রত্যাশা পূরণ হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে প্রতারণা করে জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। তাঁর আহ্বান— যুবদলের প্রতিটি সদস্যকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন। বক্তব্য দেন আরও অনেক জেলা ও উপজেলা পর্যায়ের নেতা। র্যালি শেষে স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা—তরুণদের মধ্যে নবউদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে চাঁদপুর জুড়ে।