
জাহাঙ্গীর আলম হাইমচর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদর আলগী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি’র সভাপতি আমিন উল্লাহ বেপারি, হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সরর্দার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। র্যালিতে অংশগ্রহণ করতে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে আগত সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
|
|