প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে অপপ্রচারের বিরুদ্ধে জিডি করলেন সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২৬ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় নিজে বাদী হয়ে জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় অবস্থানকালীন সময়ে টুকুর হোয়াটঅ্যাপে একটি অডিও বার্তা আসে। এতে শোনা যায়, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদীকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করা হচ্ছে। এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে টুকুকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ব্যপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু। এই অডিও ছড়িয়ে পড়ার পর টুকুর সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানান, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে এর আগেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটিয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনয়ন প্রত্যা
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত