প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
বাগেরহাটে জামায়াতের ৫-দফার গণদাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন
ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াত ইসলামি বাগেরহাট জেলা শাখা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৭ই অক্টোবর (সোমবার) বিকাল তিন ঘটিকার সময় বাগেরহাট পৌরসভা রেল স্টেশনে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ ইউনুস আলী, জামাতের খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট ১ আসনের গণমানুষের নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট ২ আসনের জামাতের এমপি পদপ্রার্থী এডভোকেট আব্দুল ওয়াদুদ, বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, বাগেরহাট সদর থানা আমির মাওলানা ফেরদাউস আলী।
উল্লেখ্য, দেশের সকল জেলা সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৬ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন। তারই অংশ হিসেবে বাগেরহাটে সর্বাত্মকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
৫-দফা দাবিসমূহ হলো-
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত