
টাঙ্গাইল প্রতিনিধি
দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে হত্যার হুমকি এবং একাধিক হত্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়েছে।এ ঘটনায় রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।জানা যায়, লাবু খন্দকার নামের এক ব্যক্তি রোববার সন্ধ্যায় মহব্বত হোসেনের হোয়াটসঅ্যাপে একটি অডিও রেকর্ড পাঠিয়ে পরপর একাধিক ক্ষুদে বার্তায় হুমকি দেন।বার্তায় তিনি বলেন, সুলতান সালাউদ্দিন টুকু তোকে বাঁচাতে পারবে না, তোর চাকরি খামু, তোকে পাঁচটা হত্যা মামলার আসামি বানামু।এ ছাড়া ঢাকায় এনটিভি ও আমার দেশ অফিসে গেলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেন লাবু খন্দকার।পরে হোয়াটসঅ্যাপে কুরিয়ার সার্ভিসের রশিদ ও অভিযোগের খামসহ কয়েকটি ছবি পাঠান তিনি। এ ছাড়াও এক নারীকে হত্যা মামলার বাদী সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংবাদিক মহব্বত হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।জিডিতে উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইলের এক সাংবাদিক নেতার উসকানিতে লাবু খন্দকার গত কয়েক মাস ধরে মহব্বত হোসেন ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করছেন।