
চাঁদপুর শহরে এক অস্বাভাবিক ঘটনার খবর এসেছে। যুবদলের সদস্য মোঃ সালাউদ্দিন দেওয়ান তাঁর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনা থানায় অভিযোগ করেছেন। ঘটনার তারিখ—১৬ অক্টোবর ২০১৫, সময় বেলা ১২টা। ঘটনাস্থল—চাঁদপুর সদর থানা এলাকার মধ্যম শ্রীরামদীর পুরান বাজারে বাদীর বসত ঘর।
ভুক্তভোগী সালাউদ্দিন জানান, স্ত্রী জান্নাত বেগমকে পরিবারিকভাবে ২০১৬ সালে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ সম্পন্ন হওয়ার পর ঘরে দুই সন্তান জন্ম নেয়। কিন্তু বিবাহিত হলেও ২নং বিবাদী বাড়িতে স্থির থাকে না। তিনি কাউকে কিছু না জানিয়ে পিতার বাড়িতে চলে যান, আবার ইচ্ছে মতো বাড়িতে ফিরে আসেন—এই নৈরাজ্যবাদী চালচলন চলতে থাকে বলে বাদীর অভিযোগ। বিবাদীদ্বয়ের সম্পর্ক নিয়ে সমস্যা বাড়ে। ১নং বিবাদী—মোঃ মামুন খান—বারবার ঘরে অশান্তি সৃষ্টি করে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ১নং বিবাদী ২নং বিবাদীকে উস্কানি দিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বাদী নিষেধ করায় ১নং বিবাদী হুমকি দেয় যে তিনি বাদীর স্ত্রী নিয়ে অন্যত্র চলে যাবেন। ২নং বিবাদীও বলে দিয়েছিলেন যে তিনি বাদীর সঙ্গে সংসার করবেন না; ১নং বিবাদীর সঙ্গে সংসার করবেন।
বাদী জানান, ঘটনাস্থলে বাদী কাজের মধ্যে থাকা অবস্থায় মামুন স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা মূল্যবান জিনিসগুলোও অনুপস্থিত থাকে—একটি ৮ আনা ওজনের স্বর্ণলঙ্কার ও নগদ ২,০০,০০০ টাকা। বাদী মূলত অভিযোগ করেন যে ২নং বিবাদী ও ১নং বিবাদী ঐ জিনিসগুলো নিয়ে পালিয়েছেন; এছাড়া সন্তানদেরও সাথে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়। বাদী আরও জানান যে, পূর্বে ১নং বিবাদী হুমকি দিয়েছেন—বাদীকে মারপিট বা মিথ্যা নারী ও শিশু নির্যাতনের মামলা করার হুমকি দেওয়া হয়েছে