কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ২`শত পরিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

News News

Admin

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
 জেলা প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার প্রাণকেন্দ্রে পাহাড়তলী ২`শত পরিবার মৃত্যুর সাথে  সাথে পাঞ্জা লড়তেছে।
কক্সবাজার পৌর সভার প্রাণকেন্দ্রে পাহাড়তলী ৭নং ওয়ার্ডে অবস্থিত খেলার মাঠের পশ্চিম পার্শ্বে পাঞ্জেগানা মসদিজে মসজিদ রয়েছে,  মুসল্লিদের নামাজে পরতে দুর্গন্ধে নামাজ আদায় করাও কষ্ট হয়ে পড়ছে। মসজিদে প্রবেশ পথে চলাচলের রাস্তায়, খেলার মাঠে ময়লা ফেলার কারনে ডেঙ্গুরমারাত্মক ডেঙ্গু মসাও বৃদ্ধি পেয়েছে।দুর্গন্ধ ও ডেঙ্গু মশার উৎপাতে  ৮০ টি পরিবারের প্রায় ২`শত মানুষ মৃত্যুর সাথেদিন কাটাচ্ছে। দীর্ঘ এক যোগেও কক্সবাজারের পাহাড়তলী  ৭নং ওয়ার্ডে ফুটবল খেলার মাঠ কলাবাগান এলাকার জনগণ পৌরসভা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। মসজিদের মুসল্লি ৮৯ টি পরিবার এবং স্কুল, মাদ্রাসা ও কলেজ গামী শিক্ষার্থীদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।