জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,‘জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হিসেবে আসেনি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সরকারী দল হই বা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। ’রবিবার রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, ‘২৪-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের আকাঙ্খাগুলো প্রাত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়া উচিত ছিল, তা হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে যে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারানো সম্ভব নয়। এটি শুধু ব্যক্তি শেখ হাসিনা বা কিছু তোষামোদকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে। সুযোগ পেলেই অনেকে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। ’তিনি আরও বলেন, ‘আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, লড়াইয়ের মাধ্যমে এই অবস্থার থেকে উত্তরণ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না; এখানে এনসিপি অপরিহার্য। ’সভায় জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় এবং সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত