
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো। এছাড়াও মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন।দিনের শুরুতে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত জাতীয় নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
উপস্থিত বক্তারা বলেন, “যুবদল হলো গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রণী শক্তি। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।”
পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সকালের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরবর্তীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানানো হয়।