শওকত আলী রাসেলের দোয়া ও সমর্থন চেয়ে প্রগতিশীল প্যানেলের মেজবান

News News

Admin

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
বিপ্লব চৌধুরী
আগামী এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এক মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে (২০২৫-২৭) মেয়াদে এফবিসিসিআইয়ের সভাপতি প্রার্থী ও প্যানেলের প্রধান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত আজিজ রাসেল উপস্থিত সকল ব্যবসায়ী ও অতিথিদের দোয়া চান।
তিনি বলেন, “১৭ বছর আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদের কথা কেউ শোনেনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নির্বাচিত হলে আপনাদের অধিকার নিশ্চিত করব।” তিনি আরও বলেন, মুক্তিপণাভিত্তিক এবিএফসিআই গড়ে তোলা আর সহ্য করা হবে না, ব্যবসায়ীদের স্বার্থ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী মেহেদী আলী, যিনি বলেন— ব্যবসায়ীরা প্রগতিশীল প্যানেলের পক্ষে একত্রিত হয়েছেন। নির্বাচনে বিজয়ের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করায় সহ-সভাপতি প্রার্থী শাফিক শামিম উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও বার্তায় সকলের কাছে সমর্থন চান।
বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই মিলনমেলা। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—  হাবিব উল্ল্যাহ ডন , খন্দকার রুহুল আমিন ,মাহাবুব ইসলাম রুনু ,ইকবাল জামাল জুয়েল , মোহা , জামাল উদ্দিন , আনোয়ার হোসেনন , নিয়াজ আলী চিশতি , কেফায়েত উল্ল্যাহ টুইংকেল , আলাউদ্দিন মল্লিক , আওলাদ হোসেন রাজিব , লুৎফর রহমান তালুকদার , আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।