রাজশাহীর রেলগেটে কলেজ শিক্ষার্থীর গলার চেইন ছিনতাই 

News News

Admin

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ 
রাজশাহী: ব্যস্ততম রেলগেট এলাকায় দিনের আলোয় এক কলেজ শিক্ষার্থীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তিনি শিরোইল কলোনির বাসিন্দা ও চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিটে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় রওনা হন জান্নাতুল ফেরদৌস প্রীতি। রিকশাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি দৌড়ে এসে তার গলার স্বর্ণের চেইন টান মেরে ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কেউই ছিনতাইকারীকে ধরতে পারেনি।
রেলগেটের মতো জনবহুল এলাকায় দিনের বেলায় এমন ঘটনা ঘটায় স্থানীয়রা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী অভিযোগ করেন, আশপাশের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা অকার্যকর থাকায় ছিনতাইকারীর চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি।
ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীর বাবা মনিরুল ইসলাম জনি বলেন,
“দিনের আলোয় শহরের এমন ব্যস্ত জায়গায় এই ধরনের ছিনতাই মেনে নেওয়া যায় না। সিসিটিভি ক্যামেরাগুলো অনেক জায়গায় নষ্ট হয়ে আছে। আজ আমার সন্তান আক্রান্ত হয়েছে, কাল অন্য কারও হতে পারে। প্রশাসনের প্রতি আহ্বান—পুরো শহরকে কার্যকর সিসিটিভির আওতায় আনা হোক।”
তিনি জানান, ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন,
“ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এলাকাটির কিছু সিসিটিভি ক্যামেরা অচল থাকায় শনাক্তে সময় লাগতে পারে, তবে খুব শিগগিরই অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
নগরবাসীর দাবি, রেলগেট, শিরোইল, সোনাদীঘি ও ভদ্রা এলাকার মতো ব্যস্ত মোড়গুলোতে দ্রুত সিসিটিভি ব্যবস্থা সংস্কার করে শহরের নিরাপত্তা জোরদার করা হোক।