শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পল্লী টিভির ঢাকা করসপন্ডেন্ট ফারুক হোসেন মৃধা সাময়িক বহিষ্কার

মোঃ ফারুক
সাংবাদিকতার শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে পল্লী টিভির ঢাকা করসপন্ডেন্ট মোহাম্মদ ফারুক হোসেন মৃধাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
চ্যানেল সূত্রে জানা গেছে, সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন, দায়িত্বহীন আচরণ ও সাংবাদিকতা বিরোধী কার্যক্রমের একাধিক অভিযোগ উঠে আসে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পল্লী টিভির ম্যানেজার মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ বিষয়ে বলেন,
“আমরা ইতোমধ্যে মোহাম্মদ ফারুক হোসেন মৃধাকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি পল্লী টিভির কোনো দায়িত্বে থাকতে পারবেন না। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন—
“এই মুহূর্ত থেকে ফারুক হোসেন যদি পল্লী টিভির পরিচয়পত্র, ভিজিটিং কার্ড কিংবা কোনো অফিসিয়াল পরিচয় ব্যবহার করে কাউকে প্রতারিত করতে যান, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।”
চ্যানেল কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেছে, বহিষ্কৃত এই ব্যক্তির পরিচয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। পল্লী টিভির সঙ্গে তার সব ধরনের পেশাগত সম্পর্ক আপাতত স্থগিত করা হয়েছে এবং তা তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
|
|