বিদ্যুৎ ভবনে টেন্ডার জালিয়াতি ও হুমকির অভিযোগ: প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ব্যবসায়ীদের থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্তৃক আহ্বানকৃত এক টেন্ডারকে কেন্দ্র করে প্রতারণা, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে একটি প্রভাবশালী ঠিকাদারি চক্রের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোঃ আব্দুল হামিদ (৫৫), পিতা-আব্দুর রহিম মোল্লা, ঠিকানা-৬৫৭, পোস্ট অফিস রোড, পূর্ব বাড্ডা, ঢাকা, যিনি মেসার্স এনএস কর্পোরেশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, জানান, গত ২৯ জুন ২০২৫ তারিখে ডিপিডিসি একটি সরকারি প্রকল্পে “ডিস্ট্রিবিউশন সাপোর্ট সার্ভিস (DSS)” কাজের জন্য ২ বছরের মেয়াদী টেন্ডার আহ্বান করে। এতে তার প্রতিষ্ঠানসহ প্রায় ৩০-৩৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করে।
তবে অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি বিশেষ চক্র — যার মধ্যে রয়েছেন মুন্সী ইঞ্জিনিয়ারিং, এমএম ইন্টারন্যাশনাল, স্টার ইঞ্জিনিয়ারিং, এসআই ডেস কোম, এমআরএ কনসোর্টিয়াম, এএ ট্রেডিং, ইউনটেক ইঞ্জিনিয়ারিং এবং সুমি ট্রেডার্স — মন্ত্রী ফারুক খানের নাম ভাঙিয়ে এসব কাজ হাতিয়ে নিচ্ছেন।
১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪টায় বিদ্যুৎ ভবনে এই চক্রের সদস্যরা — তোফাজ্জল হোসেন মুন্সী, লিয়াকত মুন্সী, নজরুল ইসলাম (এইচএইচ ট্রেডার্স) ও সন্তোষ কুমার দাস (ইএসএল ট্রেডার্স) — আব্দুল হামিদসহ আরও কয়েকজন বৈধ সিডিউলধারী ঠিকাদারকে ডেকে নিয়ে তাদের দরপত্র কৌশলে নিয়ে নেয়। পরে ১৯ অক্টোবর ফের হুমকি দিয়ে জানায়, তারা যেন টেন্ডারে অংশ না নেয়। দরপত্র ফিরিয়ে না দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে।
অভিযোগকারীদের দাবি, এই চক্রটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিপিডিসির কাজ একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এবং তারা সরকারের জন্য একটি নিরাপত্তা হুমকি তৈরি করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী এন এস কর্পোরেশন