প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
পোরশায় চাঞ্চল্যকর ডাকাতী মামলার তিন ডাকাত সদস্য গ্রেফতার
পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর বেজোড়া মোড় ১৯ দোকানে ডাকাতী মামলার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের বেজোড়া মোড় নামক স্থানে ১৯টি দোকানে ডাকাতী মামলার এজাহারভুক্ত আসামী। আসামীরা হলেন উপজেলার বেজোড়া মোড়ে শফিকুলের ছেলে খালেক ওরফে মিস্টার, আকিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও সাইদুরের ছেলে জাহাঙ্গীর।
গ্রেফতারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতী মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ডাকাতীর ঘটনায় এপর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরো সদস্য রয়েছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো জানান, পোরশা উপজেলার রাস্তাগুলিতে অতীতে যে ডাকাতী হয়েছে তা তিনি জিরো টলারেন্সে নিয়ে আসতে চান। এই রাস্তা দিয়ে সকলে নিরাপদে চলাচল করতে পারবে বলে তিনি আসা প্রকাশ করেন। তবে ডাকাতীর ঘটনায় তিনি রাস্তার দুই পাশে ঝোপঝাড় ও বিভিন্ন ধরনের গাছ থাকার কারনে ঘটছে বলে মনে করছেন। #
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত