পীরগাছার কল্যাণীতে গ্রাম পুলিশের বিদায়ী সংবর্ধনা

News News

Admin

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদে অবসরপ্রাপ্ত ২জন গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মাসে ২০২৫ ইং সোমবার সকাল ১১ ঘটিকার সময় পরিষদের কার্যালয় রুমে ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ তৈলক চন্দ্র ও ৭নং ওয়ার্ডের মো. আব্দুল করিম মিয়া কে সংবর্ধনা জানানো হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ময়নুল হাসান চৌধুরী (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা)। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের।
এসময় ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মোঃ ময়নুল হাসান চৌধুরী (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা), ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের মিয়া, ও সদ্য যোগদানকৃত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর সাবরিনা আহমেদ কে ফুরের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী গ্রাম পুলিশ সদস্যদের হাতে  উপহার  তুলে দেন প্রশাসক। এসময় প্রশাসক বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দীর্ঘদিনের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সেবামূলক অবদান স্থানীয় জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বর্তমান কর্মরত সদস্যদেরও অনুপ্রাণিত করা হবে। বিদায়ী সদস্যদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।