
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ৫টি সোনার বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ মোশারফ হোসেন (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে পদ্মা নদীর তীরে অবস্থান করছে। পরে রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালালে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তল্লাশিতে তার লুঙ্গির কোঁচায় কালো কসটেপে মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করি।”
পুলিশ জানায়, উদ্ধারকৃত সোনার ওজন ২৯৪.১৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
এই চক্রের আরও দুই সদস্য—ডাবলু ও জাহিদ—অভিযানের সময় পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজ্জেম
অফিসার ইনচার্জ বলেন, “আটককৃত মোশারফ হোসেন স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আমরা পাচারচক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা করছি।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।