আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মশালা

News News

Admin

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

হিরা বিস্বাস: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা, নয়াপল্টন, হোটেল সাংগ্রীলা ইন: সোমবার (২০ অক্টোবর) সন্ধায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে মানবাধিকার বিষয়ক এক কর্মশালা হোটেল সাংগ্রীলা ইন-এ অনুষ্ঠিত হয়।কর্মশালায় মানবাধিকার রক্ষা, গণমাধ্যমের ভূমিকা, এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চৌকস পত্রিকার সম্পাদক,এস এম নজরুল ইসলাম। মহাসচিব, অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহ, যুগ্ম মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী তার বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য,স্বাস্থ্য, শিক্ষা, আইন, প্রশাসনিক, ব্যবসায়িক, ভুমি অধিকার রক্ষায় সবাইকে টিম ভিত্তিক কাজ করার অনুরোধ করেন সহঃ মহাসচিব, এ্যডভোকেট, জাহিদুল ইসলাম,। ঢাকা বিভাগীয় কমিটির সেক্রেটারি, লিখক মোঃ এনামুল হক জীবন, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের প্রসিডেন্ট, ভূইয়া মোহাম্মদ আলী, সহ সভাপতি, মোহাম্মদ ইলিয়াস, উপস্হাপনা করেন, সেক্রেটারী মোঃ রিপন আহমেদ। উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ সভাপতি, মন্সুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক, রিপন আহমেদ,অফিস সেক্রেটারি, আব্দুল মতিন, আফছার উদ্দিন,কাদের,নুর উদ্দিন, এ্যডভোকেট জিয়াসমিন আক্তার জাহান মেঘলা,মোঃ আব্দুর রব জনী,আঃ করিম মুরাদ,আনোয়ারুল ইসলাম,তৌহিদুল আজম বাবু,রবিউল ইসলাম,রেজাউল হায়দার,জহিরুল ইসলাম,আব্দুল মজিদ,তাহমিনা বেগম, সংস্থার কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার সুরক্ষা শুধু আইন প্রয়োগকারী সংস্থার নয়, বরং প্রতিটি নাগরিকের দায়িত্ব। সাংবাদিকরা সমাজের চোখ ও কান—তাদের কলমই পারে অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে।”অনুষ্ঠান শেষে অংশগ্রহণ কারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং আগামী মাসে আরও একটি প্রশিক্ষণ কর্মশালার ঘোষণা দেওয়া হয়। সবার সুস্থতা কামনা করে অনুষ্ঠান শেষ করেন।