
ফকিরহাট প্রতিনিধি
নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কলেজের বকুলতলা চত্বরে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ৫ শতাধিক পবিত্র কুরআন কলেজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
কুরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তারই অংশ হিসেবে দারসুল কুরআন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু দুঃখজনকভাবে নোয়াখালীতে এই কুরআন প্রশিক্ষণ কর্মসূচির সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মসজিদের ভেতর হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করে।
আমরা সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ আজ বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, মন্দের জবাব ভালো কাজের মাধ্যমেই দেওয়া উচিত। আমরা তাদেরকে বলতে চাই— বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কুরআনের তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন বাধাগ্রস্ত করেছে, হামলা চালিয়েছে। আল্লাহ তায়ালা তাদের পতন ঘটিয়েছেন।
যারা কুরআনের ওপর আঘাত করে, কুরআনের কর্মসূচিতে বাধা দেয় বা হামলা চালায়, তারা যদি সতর্ক না হয়, তারাও একই পরিণতির শিকার হবে। আমরা তাদেরকে বলতে চাই যদি নিজেদের কোনো কল্যাণমূলক কর্মসূচি না থাকে, তবে ছাত্রশিবির থেকে পরামর্শ নিতে পারেন।