
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক । ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার পুত্র। প্রেমিকা তাহমিনা মিম (২১) কৌরী এলাকার প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। প্রেমিকা মিম মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী আর প্রেমিক রবি একজন ঠিকাদার। জানা যায়, মাস তিনেক আগে মিমের সাথে রবিউলের সাথে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্ক যেনো অল্পতেই রবি গভী প্রেমের জরিয়ে পড়ে। দু’জনের প্রেম পরিবারিক সম্মতি থাকলেও একসময় মিম ঘুরে বসে। এ অবস্থায় প্রেমিক রবি পাগল প্রায়। কোন উপায়ন্ত না পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা মিম জানান, তার সাথে শুধুমাত্র কথাবার্তা হয়েছে। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। তার সাথে প্রেম বা বিয়ের কোন কথা হয়নি। আমার সম্মানহানির করছে। এলাকায় আমার একটা সম্মান আছে। এমতাবস্থায় তাকে বিয়ে করা অসম্ভব। ঐ ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। মিমের মা পারভীন আক্তার বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাস থাকে এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে গলা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে বা মেয়ের পরিবার যদি রাজি না থাকে আমি কি করতে পারি। ছেলেকে সেভ কাস্টডিতে নিয়ে দুই পক্ষের কথা শুনে পুলিশ একটা ব্যবস্থা করবে। আমি ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছি।