
ষ্টাফ রিপোর্টার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বন্ধু কর্তৃক নৃশংস হত্যাকাণ্ড
খুলনার ফুলতলায় চুমকি নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দামোদর হ্যাচারী পাড়া মোড়সংলগ্ন একটি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আছিয়া বেগম চুমকি। পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার রেজা কাজীর ছেলে হোসেন কাজী সম্প্রতি চুমকির বাড়িতে যাতায়াত করতো। তিনি চুমকির স্বামী শহীদ মোড়লের বন্ধু ছিলো। তবে চুমকির প্রতি হোসেনের একতরফা আকর্ষণ তৈরি হয়, যা চুমকি প্রত্যাখ্যান করে।
চার দিন আগে চুমকির পরিবারের লোকজন হোসেন কাজীকে মারধর করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। মঙ্গলবার দুপুরে তিনি ধারালো ছুরি দিয়ে চুমকিকে জবাই করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ওই বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে অভিযুক্ত হোসেন কাজীকে গ্রেফতার করে।
ফুলতলা থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।