রাজশাহী গোদাগাড়ীর চর আষাড়িয়াদহে মাদকের থাবা — প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ফেনসিডিল-ইয়াবা-হেরোইন পাচার

রাজশাহী জেলা প্রতিনিধি : মো: আতিকুর রহমান,
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নে ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের চোরাচালান ও পাচার কার্যক্রম উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই প্রতিনিয়ত সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করছে এসব মাদক, যা দ্রুতই ছড়িয়ে পড়ছে গ্রাম-গঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীঘেঁষা চরাঞ্চলগুলোকে ব্যবহার করা হচ্ছে মাদক পরিবহনের নিরাপদ রুট হিসেবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভারতীয় সীমান্তের দিক থেকে মাদক পাচারকারীরা সহজেই ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন দেশে ঢুকিয়ে দিচ্ছে। এরপর স্থানীয় দালাল ও খুচরা বিক্রেতারা সেগুলো ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন এলাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, প্রায় প্রতিদিন রাতের বেলা নদীপথে নৌকায় মাদক আসে। কিছু প্রভাবশালী ব্যক্তি এসব পাচারকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলেই এগুলো বন্ধ হচ্ছে না।
অন্যদিকে, এলাকাবাসী জানান যে, প্রশাসনের টহল কার্যক্রম খুবই সীমিত। মাঝে মাঝে অভিযান চালানো হলেও বড় কোনো চক্র ধরা পড়ছে না। এতে করে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
গোদাগাড়ী থানার এক কর্মকর্তা বলেন,
মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে সীমান্তবর্তী চরাঞ্চল হওয়ায় পাচার রোধে চ্যালেঞ্জ বেশি। আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত অভিযান চালানো না হলে চর আষাড়িয়াদহ পুরোপুরি মাদকচক্রের দখলে চলে যাবে।
তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
রাজশাহী, গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে চলতি অক্টোবর মাস জুড়ে পাচার কার্যক্রম বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।