বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ঘুষ গ্রহণের অভিযোগে আটক

News News

Admin

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

আনোয়ারহোসেন.নিজস্বপ্রতিনিধিঃ
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ঘুষ গ্রহণের অভিযোগে আটক এবং তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোর সহকারী পরিচালক মোঃ. আল-আমীনগতকাল ১২ই অক্টোবার রোববার আদালতে রিমান্ডের এই আবেদন জানিয়েছেন। সিনিয়র বিশেষ যশোর জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য আগামী ১৬ই অক্টোবর দিন ধার্য করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আসাদুর রহমান খান সেলিম।

উল্লেখ্য, গত ৬ঈ অক্টোবর দুদকের একটি টিম বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়। এই সময়ে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা সহ হাসিবুর রহমান নামে একজন কর্মীকে আটক করেন এই টিমের সদস্যগন। পরে আটক হাসিবুর রহমান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এই টাকা তিনি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে দিতে যাচ্ছিলেন।

এবং দুদক কর্মকর্তা আটক হাসিবুর রহমান কে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কাছে নিয়ে যায়। তখন শামীমা আক্তার দুদক কর্মকর্তাদেরকে জানায়, তিনি ওই টাকা তার কাছে নিয়ে আসতে বলেছিল।

এই ঘটনায় পরদিন দুদক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার কে আটক করেন। এরপর আটক দুই জনের বিরুদ্ধে মামলা সহ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।