প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
পার্বতীপুরের মুখ উজ্জ্বল করলো মার্শাল আর্ট আরাফাত!
ওবায়দুল ইসলাম বাবু
তথ্য সূএে জানা যায় জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৫-এ দিনাজপুরের পার্বতীপুর এর আরাফাত অংশ নিয়ে দেশজুড়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় সেরা হয়ে সে অর্জন করেছে চ্যাম্পিয়নের খেতাব, যা দিনাজপুর জেলার জন্য গৌরবের।
প্রতিযোগিতাটি রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর ওমেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, যা গত ১০ থেকে ১২ই সেপ্টেম্বর ২০২৫ মোট ৩ দিন ব্যাপী চলে। যেখানে দেশের বিভিন্ন উপজেলা, জেলা থেকে শতাধিক দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রতিটি পর্বে চমৎকার কৌশল,সাহসিকতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে আরাফাত হোসেন বিচারকদের নজর কাড়ে এবং শেষ পর্যন্ত প্রতিযোগীতার শীর্ষস্থান দখল করে।
ছোটবেলা থেকেই আত্মরক্ষা ও ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ ছিল তার। পরবর্তীতে নারায়ণগঞ্জের স্থানীয় মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যবসায়ের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে আজ সে এই অবস্থানে।
তার এই অভূতপূর্ব সাফল্যে পার্বতীপুর তথা গোটা দিনাজপুর জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।স্থানীয় ক্রীড়া সংগঠন,জনপ্রতিনিধি ও শিক্ষকমহল তার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন।
এ বিষয়ে আরাফাত হোসেনের কাছে জানতে চাইলে সে বলে, ‘এই সাফল্য আমার একার নয়, প্রশিক্ষক, পরিবার, এলাকাবাসী সহ সকলের। আমি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরতে চাই।’
তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে এতে কোন সন্দেহ নেই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত