
ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
গত দুই মাসে একই সড়কে অন্তত ছয়টি ডাকাতির ঘটনা, নিরাপত্তাহীনতায় সাধারণ যাত্রী; প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে।
রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে সাপাহারগামী মহাসড়কের সরাইগাছি–আড্ডা অংশে ফের ঘটেছে ভয়াবহ ডাকাতির ঘটনা। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা একদল ডাকাত যাত্রীবাহী কয়েকটি মোটরসাইকেল ও পিকআপভ্যান থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৫-৭ জন মুখোশধারী ডাকাত রাস্তার মাঝখানে বাঁশ ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের মারধর করে এবং সঙ্গে থাকা মালামাল কেড়ে নেয়। ঘটনাটি ঘটে সরাইগাছি বাজার থেকে আড্ডা রোডের মাঝামাঝি অংশে, যেটি দীর্ঘদিন ধরেই ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে পরিচিত।
এক ভুক্তভোগী মোটরসাইকেল যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান
আমরা তিনজন মোটরসাইকেলে ছিলাম। হঠাৎ সামনে বাঁশ ফেলে দেয়, তারপর ৪-৫ জন লোক এসে আমাদের মেরে টাকা-পয়সা, ফোন, সব নিয়ে যায়। রাতের এই রাস্তায় কেউ সাহায্য করতেও আসে না।
স্থানীয়দের অভিযোগ, গত দুই মাসে এই রাস্তায় অন্তত পাঁচ থেকে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। তার বলেন,
প্রশাসন ঘটনাগুলোর খবর জানে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। রাতে একেবারে ফাঁকা পড়ে থাকে রাস্তাটা।”
গোদাগাড়ী উপজেলার এক জনপ্রতিনিধি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,
এটা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর এই রাস্তা একেবারেই বিপজ্জনক। স্থানীয় পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছে।”
পুলিশের বক্তব্য,
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত চক্র শনাক্তের চেষ্টা চলছে। সম্প্রতি একই এলাকায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, রাতের সময় টহল জোরদার করা হচ্ছে এবং আগামী সপ্তাহে সরাইগাছি–আড্ডা রোডে মোবাইল চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের উদ্বেগ ও সতর্কতা:
নাচোল, গোমস্তাপুর, রহনপুর, সাপাহার, পোরসা, নিয়ামতপুর, আড্ডা ও ধানসুরা এলাকার অনেক যাত্রী এ রাস্তায় যাতায়াত করেন। স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে মাগরিবের পর এ রাস্তায় চলাচল না করার আহ্বান জানিয়েছেন।
রাত নামলেই রাস্তার বেশ কিছু অংশ অন্ধকারে ঢেকে যায় এবং কোনো পুলিশ টহল চোখে পড়ে না বলে জানান বাসিন্দারা।
বিশ্লেষণ ও প্রেক্ষাপট:
সরাইগাছি–আড্ডা সড়কটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সংযোগ সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, যাত্রীবাহী ভ্যান এই রুটে প্রতিদিন চলাচল করে। কিন্তু পর্যাপ্ত আলোকসজ্জা, পুলিশ টহল ও সিসিটিভি না থাকায় এখানে প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,
রাস্তাটিতে আধুনিক নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া টিম ও স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী ছাড়া ডাকাতি দমন সম্ভব নয়।”
সতর্কতা বার্তা:
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের মাগরিবের পর এ রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে নিকটস্থ থানার জরুরি নম্বরে বা ‘৯৯৯’-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
|
|