চট্টগ্রামে ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ, চারজনকে জরিমানা

News News

Admin

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

শাহিন আহমেদ

চট্টগ্রাম, ১২ অক্টোবর ২০২৫:
ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ ও প্রশাসনের যৌথ দল। নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার অভিযোগে চারটি ফিশিং বোটের চারজন মালিককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকালে ১২ অক্টোবর নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগর থেকে ফেরত আসা চারটি বোটে বিপুল পরিমাণ মা ইলিশ পাওয়া যায়।

জব্দ করা প্রায় ২ হাজার ৫০০ কেজি ইলিশ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
চলমান এই অভিযানের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট