ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
রাজশাহী জেলার নওহাটায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুটি নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুঠিয়াপাড়া স্কুল এলাকা এবং মদনহাটি স্কুল মাঠ প্রাঙ্গণে এই দুটি কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির নেতা শরিফুর রহমান শরীফ, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হান্নান আলী, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান, মৎস্যজীবী দলের সভাপতি আলমাস আলী রেন্টু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাঁতীদল নেতৃবৃন্দ।
৩ নম্বর ওয়ার্ডের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, মিলন মণ্ডল, সদস্য হাবিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রিপন আলী, যুবনেতা সুজন, রনি, বাবুল, মিন্টু, এবং তাঁতীদলের সাবেক সভাপতি আব্দুল গফুর সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,
এই দুটি নতুন কার্যালয় নওহাটার তরুণ সমাজকে সংগঠিত করতে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
তাঁরা দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান মিলন বলেন,
“আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। এই কার্যালয়গুলো হবে তৃণমূলের কর্মীদের মিলনকেন্দ্র ও সেবা কেন্দ্র। যুবসমাজকে আমরা ইতিবাচক রাজনীতির মাধ্যমে এগিয়ে নিতে চাই।”
উল্লেখ্য, একই দিনে দুটি কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত