জয়পুরহাট(কালাই) প্রতিনিধি : –
মো:সুমন মন্ডল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের পক্ষে গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি।
শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই গণমিছিলটি শুরু হয়ে কালাই সরকারি মহিলা কলেজ থেকে পাঁচশিরা বাজার হয়ে উপজেলা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা , সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
আয়োজনে ছিলেন কালাই থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ।
এসময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির নেতা আনিসুল রহমান তালুকদার সাবেক সহ-সভাপতি, জয়পুরহাট জেলা বিএনপি), আব্দুল সবুর সাবেক কোষাধ্যক্ষ, জয়পুরহাট জেলা বিএনপি, মামুনুর রশিদ সরদার মামুন সাবেক সভাপতি, উদয়পুর ইউনিয়ন বিএনপি, কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইট, শাহরিয়ার সম্পদ যুগ্ম আহ্বায়ক, কালাই উপজেলা ছাত্রদল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা পথচারী ও দোকানপাটে লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।
এ সময় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “জনগণের অধিকার আদায়ে এই আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে। শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হলে জনগণই রাজপথে নিজের অধিকার আদায় করবে।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই কর্মসূচিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত