প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
রাজশাহী মোহনপুরে ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : মোঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাকশিমইল ইউনিয়নের ধোপা ঘাটা ডিগ্রী কলেজ মাঠে ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র সংগঠনের তৎপরতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য ও আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ।
তিনি বলেন, “ছাত্রদল হলো বিএনপির প্রাণশক্তি। এই সংগঠনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও নীতিতে বিশ্বাস রেখে কাজ করতে হবে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়নের মুখেও ছাত্রদলকে মাঠে সক্রিয় থাকতে হবে। আগামী দিনের আন্দোলনে ছাত্রদলই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে।
সভা শেষে সংগঠনের কর্মসূচি সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত