আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হার কক্সবাজার জেলা শাখায় নব গঠিত কমিটির ঘোষণা ও দোয়া মাহফিল

রবিউল হাসান,
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হার কক্সবাজার জেলা শাখায় নব গঠিত কমিটির ঘোষণা ও দোয়া মাহফিল
১১ অক্টোবর ২০২৫ ইং, রোজ শনিবার কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের হল রুমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের নির্বাহী সদস্য নাঈমুল কাদের শিমন। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লেখকও গবেষক রবিউল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক চেয়ারম্যান ও জাতীয় দৈনিক চৌকস এর সম্পাদক এস এম নজরুল ইসলাম স্যার এবং প্রধান আলোচক ছিলেন সাংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়াও পৃষ্ঠপোষক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম কিবরিয়া খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মু. রফিকুল ইসলাম। কর আইনজীবি ও আহ্বায়ক কক্সবাজার গ্র্যাজুয়েট প্রেস ক্লাব সম্মানিত অতিথি ডা: মিজানুর রহমান সিকদার। বিশেষ অতিথি বৃন্দ শেফা উদ্দিন লেখক ও গবেষক বিশিষ্ট আলেমেদীন মাওলানা ওয়াক্কাস উদ্দিন গাজী। কক্সবাজার জেলা কমিটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিবলী। ৭১ জন কমিটি সভায় যোগ দেন। সিনিয়র সহসভাপতি মাওলানা আবু মনসুর। সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক এম নুরুচ্ছাফা নূরী, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক, শিক্ষা সম্পাদক রেজুত আরা বেগম, সহ সাধারণ সম্পাদক আবদুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক তোরাফ আলী, সমাজ কল্যান সম্পাদক আনোয়ারা বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতাউল্লাহ, সহ সভাপতি মাওলানা রুহুল আমীন, মোক্তার মিয়া, মোহাম্মদ আলী, হারুনুর রশিদ, কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ মানবাধিকার রক্ষা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্টা এবং সেবামূলক কার্যক্রমের গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, মানবাধিকার রক্ষার মাধ্যমে স্রস্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। সৃষ্টির সেবায় স্রস্টার সেবক। প্রধান আলোচক বলেন, কোরআন ও হাদিসের আলেকে মানবাধিকার রক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যান সম্ভব। তার প্রানবন্ত বক্তব্য নব নিযুক্ত সদস্যরা অনুপ্রাণীত হয়ে মানবাধিকার আদর্শ বাস্তবায়নে অঙ্গিকারব্যাক্ত করেন। সংগঠনের সহ-সভাপতি লেখক ও গবেষক শেফা উদ্দিন।