ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় যোগ দেন।
এসময় মুহাম্মাদ জয়নাল আবেদীন বক্তব্যে বলেন,স্বাধীনতার ৫৪ বছর পরও এ অঞ্চলের মানুষ এখনও সুবিধা বঞ্চিত সেটি দেখে আমরা অবাক হচ্ছি। নাগরিকদের যেসব মৌলিক অধিকার রয়েছে,সেটির ন্যূনতমও এখানে নেই। দেশের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারগুলো সমান। কিন্তু এখানকার মানুষ মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হই বা না হই, সাধ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো ,আর যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার শিক্ষা,যোগাযোগ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
পথসভায় এছাড়া বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের হাইমচর উপজেলা সেক্রেটারী ফখরুল ইসলাম শিমুল,জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, জেলা যুব নেতা মোহাম্মদ নেয়ামত উল্লাহ ফরিদ,উপজেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম হাওলাদার এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত