প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
টেকনাফে ঢাকাগামী বাসে লুকিয়ে ইয়াবা পাচার, এক যাত্রী গ্রেপ্তার
ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ প্রশিক্ষিত কুকুর ‘বার্লিন’-এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ একজন যাত্রীর প্রতি বারবার সংকেত দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম মো. সানি হোসেন (৪০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা ইয়াবাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, “দেশের সীমান্তে মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমাদের অভিযান আরও জোরদার হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত