ভারতে আটক নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ।

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ জানান।
বাংলাদেশি নাগরিকরা হলেন- শ্যামনগর উপজেলার ভড়ভুড়িয়া গ্রামের মজিবর রহমান মোল্লার ছেলে মো. জিন্টু মোল্লা (৩৩), জিন্টু মোল্লার স্ত্রী রাবেয়া খাতুন (২৭), আবাদচণ্ডিপুর গ্রামের শরিয়তুল্লাহ ঢালীর ছেলে মহব্বত ঢালী (৪৩), মহব্বত ঢালীর স্ত্রী রিজিয়া খাতুন (৩৬), একই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে নূর ইসলাম (৩৫), নূর ইসলামের স্ত্রী মমতাজ পারভীন (২৬),
দাতিনাখালি গ্রামের আমজাদ সরদারের ছেলে ওমর ফারুক (৫১), একই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী রূপা খাতুন (২৯), খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা গ্রামের মৃত উকিল সরদারের ছেলে ফারুক সরদার (৪৪), ফারুক সরদারের স্ত্রী রিনা বেগম (৩৯)। বাকিরা শিশু-কিশোর।
বিজিবির বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেক পোস্ট অতিক্রম করার বিএসএফ তাদের আটক করে।
বুধবার রাতে বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার পরিদর্শক বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। তারপরই তাদের হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কাশেম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সদর থানার পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বলেন, নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
ReplyForward
|