সৈয়দ মোজাম্মেল হোসেনের, মাল্টিমিডিয়া প্রতিনিধি, খুলনা।
খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী এলাকায় ডাস্টবিনের ময়লা-আবর্জনায় চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিনই দুর্গন্ধ, মশা-মাছি এবং নোংরা পরিবেশের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানকার ডাস্টবিনের ময়লা সময়মতো অপসারণ করা হয় না। এতে রাস্তার পাশে জমে থাকা পচা বর্জ্য ও নোংরা পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের দোকান ও বাসাবাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে।
পথচারীরা বলেন, “গল্লামারী খুলনার প্রবেশদ্বার, অথচ এখানকার অবস্থা দেখে মনে হয় এটি শহরের বর্জ্য ফেলার মাঠ।”
এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো কার্যকর উদ্যোগ এখনো দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
তারা দ্রুত ময়লা অপসারণ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত