ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন
তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়) উদ্যোগে রাজশাহীর মোহনপুর উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মমতাজ আহমেদ এনডিসি, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহানা সারমিন, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা; জনাব শাহনাজ বেগম নীনা, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); জনাব এস এম নাজিমুল ইসলাম, যুগ্মসচিব ও উপ-প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়); এবং জনাব মোছাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জোবায়দা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), মোহনপুর উপজেলা, রাজশাহী।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি আজ নারীর জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার। সমাজে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে নারীদের সচেতনতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে নারীরা যেন তথ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক ন্যায্যতার সুযোগ পান, সেদিকেই সরকারের অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও তথ্যকেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আয়োজনে: তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্র মোহনপুর, রাজশাহী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত