রাজশাহী জেলা প্রতিনিধি : মোঃ আতিকুর রহমান,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী খেতুরীধাম প্রেমতলী মেলাকে ঘিরে সৃষ্ট ভয়াবহ যানজটে সাধারণ মানুষ ও ভক্তবৃন্দ পড়েছেন চরম ভোগান্তিতে। মেলায় প্রবেশ করতে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দর্শনার্থীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভক্তদের কষ্ট
শনিবার সকাল থেকেই প্রেমতলী এলাকায় মেলার দর্শনার্থীদের ঢল নামে। রাজশাহীসহ আশপাশের জেলা থেকে হাজারো ভক্ত আসতে থাকেন খেতুরীধামের আঙিনায়। কিন্তু পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় রাস্তায় যানবাহনগুলোর দীর্ঘ সারি তৈরি হয়। এতে অনেক পরিবার, নারী-শিশুসহ ভক্তদের ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
স্থানীয়দের ক্ষোভ
স্থানীয়রা জানান, প্রতিবছর মেলা উপলক্ষে লাখো মানুষ আসলেও সড়ক ব্যবস্থাপনায় তেমন কোনো উন্নতি দেখা যায় না। সামান্য দুর্ঘটনা বা গাড়ি বিকল হয়ে পড়লেই পুরো সড়ক বন্ধ হয়ে যায়। এতে ভক্তরা নিরুপায় হয়ে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে বাধ্য হন।
পুলিশের দাবি, “চাপ বেড়ে গেছে
গোদাগাড়ী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “মানুষের চাপ এবার তুলনামূলক অনেক বেশি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি, তবে প্রেমতলী এলাকায় রাস্তা সরু হওয়ায় যানজট এড়ানো যাচ্ছে না।
ভক্তদের দাবি, বিকল্প ব্যবস্থা দরকার
ভক্তবৃন্দের দাবি, খেতুরীধামের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় মেলা ঘিরে বিকল্প সড়ক ও গাড়ি পার্কিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হলে প্রতিবছরই এমন যানজট ও ভোগান্তি পোহাতে হবে।
খেতুরীধাম প্রেমতলী মেলায় প্রবেশের অপেক্ষায় রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকা যানবাহন ও ভক্তবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত