প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৩:১৬ অপরাহ্ণ
নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান,মামলার হুমকি!
স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানের বিরুদ্ধে এক সাংবাদিকের ক্যামেরা জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে, তিনি সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, নাটোর শহরের একটি এলাকায়। স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম হ্যালো নাটোর-এর সাংবাদিক সোহান প্রতারক চক্রের এক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিলেন। তখনই ঘটনাস্থলে আসে থানা পুলিশের একটি দল।
সাক্ষীদের ভাষ্যমতে, পুলিশ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এএসআই হাসান সাংবাদিক সোহানের সঙ্গে উগ্র আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি সোহানের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেন এবং তাকে মামলা দেওয়ার হুমকি দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইতোমধ্যে স্থানীয় সাংবাদিক মহল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবু বাসার
স্টাফ রিপোর্টার,নাটোর
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত