
নিজস্ব প্রতিবেদক : মোঃ রাজীব খাঁন
ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে পাকুড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।
সভায় সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, বিএনপি নেতা জালাল উদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কর্মী সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম ত্বরান্বিত করা এবং গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।