
নিজস্ব প্রতিবেদক : মোঃ রাজীব খাঁন
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আসন্ন রবি মৌসুমকে সামনে রেখে মাঠ ফসলের জন্য প্রয়োজনীয় সার ও বীজের প্রাপ্ততা নিশ্চিতকরণে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব জোবায়দা সুলতানা।
সভায় সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিনসহ কমিটির অন্যান্য সদস্য এবং উপজেলার সকল সার ও বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন রবি মৌসুমে আলু, সরিষা, গমসহ বিভিন্ন মাঠ ফসলের জন্য প্রয়োজনীয় সার ও বীজের চাহিদা ও সরবরাহ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা সার ও বীজ বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা ও সময়মতো প্রাপ্ততা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা বলেন,
কৃষকরা যাতে পর্যাপ্ত পরিমাণে মানসম্মত সার ও বীজ পান—সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি অফিস সর্বোচ্চ তদারকি করবে। অন্যদিকে কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন,
রবি মৌসুমে মাঠ পর্যায়ের কৃষকদের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”
সভা শেষে কৃষি কর্মকর্তারা উপজেলার ডিলারদের নিয়মিতভাবে সরকার নির্ধারিত দামে ও নিয়ম মেনে সার ও বীজ বিক্রয়ের নির্দেশনা দেন।