
সাগর আহমেদ, ঘাটাইল
টাংগাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিতা করেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আমিনবাজারে ব-জ্র-পাতের পর ভয়াবহ অগ্নিকান্ডে
৭টি দোকান পুড়ে যায়।
রবিবার রাতে (৫ অক্টোবর)
উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ দু-র্ঘ-টনা ঘটে।
স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঝরবৃষ্টির সময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আমিনবাজারের একটি জুট মিলসহ ৭ টি দোকান আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আ-গু-ন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আ-গু-ন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।